মেদিনীপুর ও খড়্গপুর শহরের চার কন্যারত্ন আইসিএসসি বোর্ডের পরীক্ষায় জাতীয় স্তরে স্থান অধিকার করলো

author-image
Harmeet
New Update
মেদিনীপুর ও খড়্গপুর শহরের চার কন্যারত্ন আইসিএসসি বোর্ডের পরীক্ষায় জাতীয় স্তরে স্থান অধিকার করলো

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : নজরকাড়া সাফল্য পশ্চিম মেদিনীপুরে। আইসিএসসি বোর্ডের পরীক্ষার মেধা তালিকায় রাজ্যে প্রথম পাঁচে মেদিনীপুর ও খড়্গপুর শহরের ৪ জন।
 উল্লেখযোগ্য ভাবে, চারজন-ই ছাত্রী। রাজ্যে তৃতীয় এবং জাতীয় স্তরে চতুর্থ হয়েছেন খড়্গপুর সেন্ট অ্যাগনেস স্কুলের ছাত্রী তথা মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা অদ্রিজা পাড়িয়া । অদ্রিজা’র প্রাপ্ত নম্বর ৪৯৬ (৫০০র মধ্যে)। ৯৯.২ শতাংশ নম্বর রাজ্যের মেধাতালিকায় অদ্রিজা সহ ৩৩ জন জায়গা করে নিয়েছেন। অপরদিকে, রাজ্যে চতুর্থ (জাতীয় স্তরে পঞ্চম) হয়েছেন মেদিনীপুর শহরের রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতন -এর ঈশিতা পন্ডা। ঈশিতা’র প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থানে আছেন ঈশিতা সহ ৫২ জন।





 এছাড়াও, রাজ্যে পঞ্চম স্থানে রয়েছেন খড়্গপুর সেন্ট অ্যাগনেস স্কুলের আরও দুই ছাত্রী, যথাক্রমে- অস্মিতা বিষই এবং স্বস্তিকা দাস। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮ শতাংশ)। আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষিত হয় কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই), সিআইএসসিই বোর্ডের অধীন। সিএসই (দশম শ্রেণী) পরীক্ষার ফলাফলে, ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছেন চার জন। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্য থেকে প্রথম (জাতীয় স্তরে দ্বিতীয়) হয়েছেন ৯ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ছ’জন ছাত্র এবং তিন জন ছাত্রী। এ রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার জন কলকাতার। রাজ্যে দ্বিতীয় (জাতীয় স্তরে তৃতীয়) স্থানেও আছেন ৯ জন‌ পড়ুয়া। গোটা দেশের মেধা তালিকায় তাই প্রথম তিনে এ রাজ্যের ১৮ পড়ুয়া আছেন। জাতীয় স্তরে চতুর্থ স্থানে আছেন এ রাজ্যের ৩৩ জন পড়ুয়া এবং পঞ্চম স্থানে আছেন ৫২ জন পড়ুয়া। চলতি বছরে পশ্চিমবঙ্গ থেকে আইসিএসই বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিলেন ৪০ হাজার ৭৩৬ জন। পাশের হার প্রায় ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার সামান্য বেশি।