New Update
/anm-bengali/media/post_banners/P3xUJNVEPEHe2A3hJVr4.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আশেপাশের সাধারণ মানুষসহ দূরান্ত থেকে আগত ভোলা ভক্তরা আসানসোল উত্তর থানা অন্তর্গত চন্দ্রচূড় মন্দিরে এসে দেখেন মন্দিরের গেটের তালা লাগানো এবং সেখানে একটি ব্যানার লাগানো রয়েছে সেখানে লেখা রয়েছে কোভিড পরিস্থিতির জন্য 18 জুলাই 2021 থেকে 17 ই আগস্ট 2021 পর্যন্ত কোনও রকম অনুষ্ঠান বন্ধ থাকবে। এতে নিরাশ হয়ে পড়ে আগত ভক্তরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us