New Update
/anm-bengali/media/post_banners/o66RLPyo8vbcMjDMssuh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপি নেত্রী নূপুর শর্মাকে খুন করতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল এক পাক দুষ্কৃতী। যদিও শেষ রক্ষা হয়নি, ওই পাক নাগরিককে রাজস্থানের শ্রী গঙ্গা নগর জেলায় আটক করা হয়েছে বলে খবর। ধৃত পাকিস্তানি নাগরিককে জেরা করছে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ দল।​
সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১৬ জুলাই রাত ১১টার দিকে হিন্দুমালকোট সীমান্ত চৌকির কাছে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় টহল দল। সঙ্গে সঙ্গে তাকে আটক করে তল্লাশি করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us