বিহারে কাজ শেষ, পরের লক্ষ্য পশ্চিমবঙ্গ, জঙ্গল রাজ শেষ করবে বিজেপি: প্রধানমন্ত্রীর বড় বার্তা
বিহারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিহারে গেরুয়া ঝড়, দিল্লিতে বিতরণ হল ক্ষীর
ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন, বুঝিয়ে দিল বিহার, বড় বার্তা শাহর
বিহারের ফলাফলে উচ্ছ্বসিত আসাম
বঙ্গোপেক্স ২০২৫ ফিরল ছয় বছর পর! সায়েন্স সিটিতে ডাকটিকিট প্রেমীদের জমায়েত, উদ্বোধনে রাজ্যপাল
গণনায় এগোচ্ছে এনডিএ, উচ্ছ্বাসে রাস্তায় বিজেপি কর্মীরা— “মানুষ উন্নয়নকেই ভোট দিয়েছে”
বিহারে এনডিএ ঝড়! হাওড়ায় বিজেপির উল্লাসে ফেটে পড়ল রাস্তাঘাট, বিজয় মিছিল–মুখে মিষ্টি
“মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোক আজ পিছিয়ে,” গণনায় তেজস্বী পিছিয়ে পড়তেই কটাক্ষ অমিত মালব্যের

শিশু চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন চত্বরে

author-image
Harmeet
New Update
শিশু চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন চত্বরে

নিজস্ব সংবাদদাতাঃ  ফের কলকাতার বুকে শিশু চুরির অভিযোগ। সোমবার চারু মার্কেট থানা এলাকার ভবানী সিনেমার সংলগ্ন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের গেটের সামনে এই শিশু চুরির ঘটনাটি ঘটেছে। নিখোঁজ শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো রবিবার রাতেও মা কোহিনূর বিবির পাশেই ঘুমিয়েছিল তাঁর চার মাস বয়সের পুত্রসন্তান। অভিযোগ, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ঘুম ভেঙে গেলে কোহিনূর বিবি দেখেন পাশে তাঁর শিশু সন্তান নেই। তিনি আশপাশের ফুটপাতবাসীদের ডেকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও খোঁজ মেলেনি। এরপরই তিনি চারু মার্কেট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কোহিনূর বিবির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ইতিমধ্যেই সেই ফুটেজে দুজনের সন্দেহজনক গতিবিধি নজরে এসেছে পুলিশ। তবে তাঁদের এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ফুটেজে এক মহিলাকে ওই শিশু পুত্রটিকে নিয়ে যেতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে এক পুরুষ সঙ্গীও সঙ্গে ছিল। কিন্তু তাদের পরিচয় এখনও জানা যায়নি।