নিজস্ব সংবাদদাতাঃ ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একধাক্কায় অনেকটা কমল বাংলার করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত মোট ১ হাজার ৪৪৯ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত মোট ৩৮৮ জন। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে ২৫৩ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১১৬ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে বীরভূম।
রাজ্যে সংক্রমণ কমেছে ঠিকই। তবে মৃতের সংখ্যা বেড়েছে সামান্য। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃত্যুহার ১.০৩ শতাংশ।