New Update
/anm-bengali/media/post_banners/wxhNBuKXCizsmPaQD6y2.jpg)
নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মন বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন৷আজ ত্রিপুরার যুব কংগ্রেস বেকারত্বের সমস্যার প্রতিবাদে এক সভার আয়োজন করেছিল আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে, সেখানে মিডিয়াকে সম্বোধন করে,
তিনি বলেন, "আজ ত্রিপুরায় কোন আইন-শৃঙ্খলা নেই, বেকার যুবকরা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নেই, স্কুলে শিক্ষক নেই, পানীয়জল নেই মানুষের বাড়িতে"।শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে সমীর বর্মন বলেন, "পুরোপুরি ভেঙে পড়েছে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us