আসানসোলে দুর্ঘটনা ও যানজট এড়াতে তৎপর পুলিশ

author-image
New Update
আসানসোলে দুর্ঘটনা ও যানজট এড়াতে তৎপর পুলিশ

রাহুল পাসোয়ান, আসানসোল:দুর্ঘটনা ও যানজট এড়াতে তৎপর হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আজ আসানসোলের বার্নপুর রোডে দুর্ঘটনা ও যানজট এড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ভগৎ সিং মোড়ে বার্নপুর রোডকে এবার চার লেন করা হল। ভগৎ সিং মোড়ের কাছে বিএনআর-এর দিক থেকে আসা যারা বার্নপুরের দিকে যাবে, তারা সিগন্যালে যানজটের কারনে রাস্তা পেত না। অন্যদিকে একই ভাবে বার্নপুর থেকে আসা কুমারপুরের দিকে যাওয়া মানুষজনও সিগনালিং এর সময় সমস্যায় পড়তেন। সেই সমস্যা দূর করতে কিন্তু এবার ভগৎ সিং মোড় চার লেন করা হল। এর ফলে বামদিক দিয়ে যাতায়াত করা লোকেরা সহজেই বাম রাস্তা ধরে বেরিয়ে যেতে পারবে। অন্যদিকে এই চার লেন করার ফলে দুর্ঘটনা রোধ করা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।