New Update
/anm-bengali/media/post_banners/Kb6EYqXiWdPpjV1DwuOA.jpg)
নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার সন্ধ্যার কিছু পড়ে দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কুদি-এগরা রাজ্য সড়কের হোসেনপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরির পেছনে ধাক্কা মারে দুই বাইক আরোহী। যার ফলে গুরুতর আহত হন দুই আরোহী। তাদের স্থানীয় এগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ক্ষুব্ধ জনতা ঘণ্টাখানেক হোসেনপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এগরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ও পথ অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত দুই যুবকের বাড়ি পটাশপুর থানা এলাকায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহগুলিকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us