নিজস্ব সংবাদদাতাঃ পরপর দু’দিন রাজ্যের কোভিড সংক্রমণ ৩ হাজারের নিচে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে সেখানে সংক্রমিত ৪৮৭ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। একদিনে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭০, ৮৫৮।
গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ২১ হাজার ২৭৬ জন মারণ ভাইরাসের বলি। মৃত্যুহার ১.০৩ শতাংশ।করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৬ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২০, ১৮, ৭৯১।