New Update
/anm-bengali/media/post_banners/NCeRyv2YnmYUTuDclstp.jpg)
নিজস্ব সংবাদদাতা: পৃথিবীর অন্যতম বিষধর প্রাণীর মধ্যে অন্যতম গিলা মনস্টার বা গিলা দৈত্য। এই প্রাণীর কামড় হতে পারে অত্যন্ত বেদনাদায়ক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয় বিষাক্ত এই টিকটিকিকে দেখতে পাওয়া যায়।
যে কোনও মেরুদন্ডী প্রাণীর মধ্যে সবচেয়ে বিষধর বলে মনে করা হয়। তবে এর কামড়ের ফলে কোনও মানুষের মৃত্যু ঘটেছে বলে এখনও জানা যায়নি। গিলা মনস্টারের বিষে রয়েছে নিউরোটক্সিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us