কবে থেকে শুরু হচ্ছে ইয়োনেক্স তাইপেই ওপেন ?

author-image
Harmeet
New Update
কবে থেকে শুরু হচ্ছে ইয়োনেক্স তাইপেই ওপেন ?

নিজস্ব সংবাদদাতা: ১৯ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ইয়োনেক্স তাইপেই ওপেন ২০২২। চাইনিজ তাইপে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজক। তাইপেই হেপিং বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। শুরু হয়েছিল সেই ১৯৮০ সালে। গত বছর কোভিড-১৯ অতিমারির কারণে প্রতিযোগিতা স্থগিত করা হয়েছিল। এ বছর টুর্নামেন্ট হবে।