পাকিস্তানে অবতরণ করল ভারতীয় বিমান

author-image
Harmeet
New Update
পাকিস্তানে অবতরণ করল ভারতীয় বিমান

নিজস্ব সংবাদদাতাঃ ফের করাচিতে অবতরণ করল ভারতীয় বিমান। পরপর ২ সপ্তাহে এই নিয়ে ২ টি বিমান করাচিতে অবতরণ করল। ইন্ডিগোর শারজাহ-হায়দরাবাদ বিমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাইলট বিমানটিকে পাকিস্তানের করাচিতে অবতরণ করাতে বাধ্য হয়। 



Karachi airport's demarcation map changed multiple times allegedly for land  occupation: FIA probe - Pakistan - DAWN.COM


বিমানটি ঠিক করার জন্য ভারত থেকে আরও একটি বিমান পাকিস্তানে পাঠানো হবে। এছাড়াও ত্রুটিযুক্ত বিমানে আটকে পড়া যাত্রীদের ওই বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।