New Update
/anm-bengali/media/post_banners/XKluMRCDaatOg9Ydc3Zu.jpg)
নিজস্ব সংবাদদাতা: হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী পর্তুগাল, স্পেন এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানলের সঙ্গে লড়াই করছেন। তাপপ্রবাহের ফলে দাবানলের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। পর্তুগালের উত্তরাঞ্চলে স্পেন সীমান্তের কাছে ফোজ কোয়া এলাকায় এক পাইলটের মৃত্যু হয়েছে। ফ্রান্সের জিরোন্ডে অঞ্চলের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।
যেখানে ১২,০০০-এরও বেশি লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টা দেল সোলের কাছে স্পেনের দক্ষিণাঞ্চলে মিজাস পর্বতমালায় ছড়িয়ে পড়েছে দাবানল। প্রায় ২,৩০০ মানুষকে এলাকা ছেড়েছেন। টরেমোলিনোসের সমুদ্র সৈকতের কাছাকাছি জঙ্গলেও দাবানল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us