অটল টিনকারি ল্যাবের উদ্বোধন

author-image
Harmeet
New Update
অটল টিনকারি ল্যাবের উদ্বোধন

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :ডেবরার একটি স্কুলে কেন্দ্রীয় সরকারের অটল টিনকারি ল্যাবের শুভ উদ্ধোধন হোল শুক্রবার।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলে ঝিকুরিয়া বানি বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে এদিন কেন্দ্রের একটি প্রকল্প অটল টিনকারি ল্যাবের শুভ উদ্বোধন করেন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক অরুপ কুমার ভুঁইয়া।


 প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে পূর্নতা পাবে এই ল্যাবটি, তার প্রথম পর্যায়ের উদ্বোধন হল। ল্যাবটিতে ছাত্র ছাত্রীরা অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নতুন কিছু তৈরি করতে ও শিক্ষা নিতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার ভুঁইয়া ,স্কুলের সভাপতি প্রবীর ঘোষ,স্কুলের শিক্ষক,শিক্ষিকা, স্কুলের ছাত্র ছাত্রীরা।এছাড়াও পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে আসা প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এদিন।