New Update
/anm-bengali/media/post_banners/b9SkyLvxGGV8kRQ7NkaN.jpg)
নিজস্ব প্রতিনিধি-বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া, শুক্রবার, তার আসন্ন ছবি 'এক ভিলেন রিটার্নস' থেকে তার প্রথম গান 'শামত'-এর দুটি মোশন পোস্টার উন্মোচন করেছেন।
​
নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী মোশন পোস্টারটি শেয়ার করেছেন। আগামী ১৬ই জুলাই শামাত রিলিজ হবে।জানা গেছে ২০২২ এর ২৯শে জুলাই ছবিটি মুক্তি পাবে। প্রথম পোস্টারে, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' এর অভিনেত্রীকে ভারী বৃষ্টিতে মাইক ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। পোস্টারে তার প্রথম গানের একটু ঝলক শোনা যায়।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us