দিগ্বিজয় মাহালী,পশ্চিম মেদিনীপুর : শহর কলকাতার পাশাপাশি জেলার হাসপাতালগুলিতেও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সেই মতো দুপুর পেরিয়ে গেলেও ডেবরা গ্রামীন হাসপাতালের ভ্যাক্সিন সেন্টারে দেখা গেল লম্বা লাইন
ছাতা হাতে সবাই দাঁড়িয়ে রয়েছেন বুস্টার ডোজ নেবেন বলে। কেউ বা এক ঘন্টা কেউ বা ৪৫ মিনিট দাঁড়িয়ে আছেন বুস্টার ডোজের জন্য।