নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দিন ধরেই নাকের এক বিশেষ স্প্রে নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। Nitric Oxide-এর এই স্প্রে কোভিডের জীবাণুর মাত্রা বা Viral Load কমাতে পারে কি না, তা নিয়েই পরীক্ষা করে দেখছিলেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে এই বিশেষ স্প্রে প্রাপ্তবয়স্ক কোভিড -১৯ রোগীদের শরীরে Viral Load কমাতে সক্ষম। ২৪ ঘন্টার মধ্যে ৯৪ শতাংশ এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৯৯ শতাংশ ভাইরাল লোড হ্রাস হতে পারে এই স্প্রে ব্যবহার করলে।