New Update
/anm-bengali/media/post_banners/SLiiyY9R8H7j2j6SDSX9.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ সকালে ত্রিপুরার আমবাসা নামক এলাকা থেকে বিশাল পরিমাণে মাদকদ্রব্য আটক হয়।আমবাসা পিএস এর তথ্যের উপর ভিত্তি করেই একটি ছয় চাকার কন্টেইনার গাড়ি আটক করা হয় বলে জানা গিয়েছে।
সেখানে অনুসন্ধান চালিয়ে প্রায় ৪৭৫ কেজি ওজনের শুকনো গাঁজা উদ্ধার করা হয়।এবং সেই সঙ্গে সেই গাড়ির চালক ও সহ-চালককে আটক করা হয়েছে।ইতিমধ্যেই এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us