শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস দখল বিক্ষোভকারীদের, জ্বলছে দ্বীপরাষ্ট্র

author-image
Harmeet
New Update
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস দখল বিক্ষোভকারীদের, জ্বলছে দ্বীপরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতাঃ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের অফিস দখল করল বিক্ষোভকারীরা। বুধবার দুপুরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের অফিস দখল করে, সেখানে জাতীয় পতাকা ওড়াতে শুরু করে বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস দখল করে, সেখানে মানুষ ঢুকে পড়তে শুরু করেন। প্রসঙ্গত প্রেসিডেন্ট গোতাবয়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালানোর পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকেও ইস্তফা দিতে হবে বলে দাবি জানাতে শুরু করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমন করতে পুলিশ এবং সেনা বাহিনী নামানো হলেও, তাতে কোনও কাজ হয়নি শেষ পর্যন্ত।

                                

বুধবার সময় যত গড়াতে থাকে, বিক্ষোভের আঁচও তত বাড়ে। শেষ পর্যন্ত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস দখল করে সেখানে সাধারণ মানুষ ঢুকে পড়তে শুরু করেন হু হু করে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের তরফে কোনও মন্তব্য করা হয়নি।