লাইভ ভিডিও: প্রতারণার অভিযোগে মারধর, ভাঙচুর

author-image
New Update
লাইভ ভিডিও: প্রতারণার অভিযোগে মারধর, ভাঙচুর

হরি ঘোষ, দুর্গাপুর: সরকারী ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। অভিযুক্তের বাড়ীতে ঢুকে তাকে বেধড়ক মারধর,বাড়ীতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো প্রতারিতরা। ভাঙচুর করা হলো অভিযুক্তের স্বামীর বাইক।দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত টেটিখোলা অঞ্চলের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। কোনোক্রমে অভিযুক্তের স্বামী ও তার মাকে উত্তেজিত জনতার রোষ থেকে উদ্ধার করে পুলিশ। প্রতারিতদের অভিযোগ,গোষ্ঠীর নাম করে ঋণের সুবিধাভোগীদের যাবতীয় নথি আটকে রেখে টেটিখোলা অঞ্চলের বাসিন্দা অপর্ণা দাঁ ঋণ অনুমোদন করে নিতেন,অথচ প্রতারিতরা এর বিন্দুমাত্র কিছু জানতে পারেনি। সন্দেহ হওয়ায় মাস চারেক ধরে অভিযুক্ত অপর্ণা দাঁকে ঋণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলো স্থানীয়রা,কিন্তু কোনোরকম সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত। রবিবার বিকেলে টেটিখোলার বাড়ীতে চলে আসেন প্রতারিতরা,অভিযুক্ত অপর্ণা দাঁকে না পেয়ে প্রতারিতরা অভিযুক্তের বাড়ীতে ঢুকে তান্ডব শুরু করে,ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ী,শুরু হয় অভিযুক্তের স্বামীকে ধরে ব্যাপক মারধর ও তার স্বামীর বাইক,ও জলের পাইপ  লাইন ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ,উত্তেজিত জনতার হাত থেকে কোনোক্রমে অভিযুক্তের স্বামী ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।