এবার চিনে হানা দিল মাঙ্কি ভাইরাস! মৃত

author-image
Harmeet
New Update
এবার চিনে হানা দিল মাঙ্কি ভাইরাস! মৃত

নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে চিন। এবার চিনে হানা দিল মাঙ্কি ভাইরাস। আর এই ভাইরাসের জেরে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে, চিনের বেজিংয়ে এক পশু চিকিৎসক Monkey B Virus-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তবে সেই চিকিৎসকের আত্মীয় পরিজনেরা এখনও সুরক্ষিত রয়েছেন। অন্যদিকে প্রায় ২০ বছর পড়ে মার্কিন মুলুকেও হানা দিয়েছে এই মাঙ্কি ভাইরাস। সূত্র মারফত খবর, টেক্সাসের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সম্প্রতি নাইজেরিয়া থেকে যিনি ফিরেছিলেন। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।