লাল সতর্কতা মহারাষ্ট্র

author-image
Harmeet
New Update
লাল সতর্কতা মহারাষ্ট্র

নিজস্ব সংবাদদাতা: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত লাগোয়া মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের পরিস্থিত সবিশেষ খারাপ। রাজ্যের ছয় জেলায় লাল সতর্কতা ও সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে  আবহাওয়া দফতর। বৃষ্টি যেন এক মুহূর্তের জন্যও থামার নাম নিচ্ছে না রাজ্যে। বাসিন্দাদের অনেকের হাল বেশ শোচনীয়। ফল? বেশ কয়েকটি নদীর জলস্তর লাগাতার বেড়ে চলেছে। কোথাও কোথাও দুকুল ছাপিয়ে বন্যার আশঙ্কা।