নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। গতকাল যে সংখ্যাটা পৌঁছে গিয়েছিল প্রায় তিন হাজারের কাছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২১ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতে একদিনে আক্রান্ত ৪৯৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৪৮ জন। দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলিতে সংক্রমিত যথাক্রমে ১৭২ ও ১০৬ জন। পশ্চিম বর্ধমানে একদিনে ৯২ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৫৩ হাজার ৬২৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২৪৬ জন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯৬৭ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৮ হাজার ১৭১ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৭৯ শতাংশ।