/anm-bengali/media/post_banners/tZq1RiGkF6jiGeTewhHN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অর্থনৈতিক সংকটের ফলে উত্তাল হয়ে উঠছে শ্রীলঙ্কা। শনিবার থেকে ফের বিক্ষোভ শুরু করেছে শ্রীলঙ্কার জনগন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সাকে।
এই পরিস্থিতির মধ্যেই জানা যাচ্ছে, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন গোটাবায়া রাজাপাক্সা। এই বিষয়ে এবার নিশ্চিতও করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে এবার রাষ্ট্রপতি অফিসের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ঘিরে ফের গোটাবায়ার পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রাষ্ট্রপতি অফিসের দেওয়া নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র শ্রীলঙ্কার স্পিকারের মাধ্যমেই গোটাবায়া রাজাপাক্সা তার বক্তব্য রাখবেন। এরপরেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মন্তব্যে জোর পাচ্ছেন না অনেকেই। তবে গোটাবায়া রাজাপাক্সা রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করবেন বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us