মন্ত্রীদের হোটেলে আটকে রেখে চলেছে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
মন্ত্রীদের হোটেলে আটকে রেখে চলেছে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ক্রমে বাড়ছে। এই পরিস্থিতিতে বেশকিছু মন্ত্রীদের হোটেলে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়।



Sri Lanka: Protesters 'will occupy palace until leaders go' - BBC News


 এছাড়াও বেশকিছু মন্ত্রীসভার সদস্য, বেসামরিক কর্মচারী, সাংসদ সহ আরও অনেককেই হোটেলে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় বলে জানা যাচ্ছে। 



2022 Sri Lankan protests - Wikipedia


উল্লেখ্য, ইতিমধ্যেই বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবন ৩ টি রাষ্ট্রীয় ভবন দখল করেছে।