New Update
/anm-bengali/media/post_banners/bWmDJ1RpJTwGCTdwPmnG.jpg)
নিজস্ব সংবাদদাতা: বায়ার্ন মিউনিখ থেকে ২৪ বছর বয়সী ডিফেন্ডার ওমর রিচার্ডসকে দলে নিল নটিংহ্যাম ফরেস্ট। ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিকের বিনিময়ে তাঁর সঙ্গে চুক্তি করেছে ক্লাব। চুক্তিটি ৪ বছরের জন্য হতে চলেছে। গত মরসুমে ওমর রিচার্ডসের বেশিরভাগ সময় কেটেছিল মিউনিখের রিজার্ভ বেঞ্চে। নতুন ক্লাবে যোগ দিতে পেরে তিনি খুশি। অন্যদিকে, চলতি সামার উইন্ডোতে এটি নটিংহ্যামের পঞ্চম স্বাক্ষর। প্রিমিয়ার লিগে ভালো ফল করতে তারা বদ্ধপরিকর।
Welcome to Nottingham Forest, Omar Richards ❤️
🌳🔴 #NFFC | #PL— Nottingham Forest FC (@NFFC) July 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us