New Update
/anm-bengali/media/post_banners/QDemy1qE6QcruGPIqiin.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে এবার থানার দ্বারস্থ হলেন এক আইএএস অফিসার। পুলিশ সূত্রে খবর শুধুমাত্র নীতীশ নয়, ছোট-বড় একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন সুধীর কুমার নামে ওই আমলা। ১৯৮৭ ব্যাচের ওই আইএএস অফিসার বিহারের কর আদায় বোর্ডের সদস্য। সুধীর জানান, এটা জালিয়াতির বিষয়। অভিযুক্তের তালিকায় বড়-ছোট সবাই আছে। প্রথমে কারোর নাম বলতে চাইলেও সাংবাদিকরা বারবার প্রশ্ন করলে ওই আমলা জানান, অভিযুক্তের তালিকায় নীতীশ কুমারের নাম আছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us