শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  অর্থনৈতিক সংকটের ফলে উত্তাল হয়ে উঠছে শ্রীলঙ্কা। শনিবার থেকে ফের বিক্ষোভ শুরু করেছে শ্রীলঙ্কার জনগন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছে সাধারণ মানুষ। 



Sri Lanka Crisis Live Updates, Sri Lanka Economic Crisis, Gotabaya  Rajapaksa, Ranil Wickremesinghe, Sri Lanka Protests


সাধারণ মানুষের দাবি পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সাকে। এই পরিস্থিতির মধ্যেই জানা যাচ্ছে, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন গোটাবায়া রাজাপাক্সা। 



Sri Lankan PM Wickremesinghe to Step Down, Make Way for All-Party Government


এই বিষয়ে এবার নিশ্চিত করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।