ইস্ট-ওয়েস্ট লাইনে বাড়ছে মেট্রো

author-image
Harmeet
New Update
ইস্ট-ওয়েস্ট লাইনে বাড়ছে মেট্রো

নিজস্ব সংবাদদাতাঃ ফুলবাগান থেকে সেক্টর-IV লাইনে এবার বাড়তে চলেছে মেট্রো। আগামী ১৬ জুলাই থেকে বাড়বে মেট্রো। ইতিমধ্যেই মেট্রোর নয়া তালিকা সামনে এসেছে। প্রথম মেট্রো ফুলবাগান থেকে ছাড়বে সকাল ৮ টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা সাড়ে ৭ টায়। সেক্টর-IV থেকেও একই সময় ছাড়বে প্রথম ও শেষ মেট্রো। সোম থেকে শনি এই তালিকা চলবে। রইল তালিকা-