রাষ্ট্রপতির ভবন থেকে ১৮ মিলিয়নেরও বেশি টাকা হাতে এল বিক্ষোভকারীদের

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতির ভবন থেকে ১৮ মিলিয়নেরও বেশি টাকা হাতে এল বিক্ষোভকারীদের

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় ক্রমে বাড়ছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে শনিবার ফের শ্রীলঙ্কার রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রীলঙ্কার জনসাধারণ। 



Found Millions At President's House, Lankan Protesters Claim: 10 Points


বিক্ষোভ চলছে এখনও। শনিবারই বিক্ষোভ চলাকালীন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন সহ একাধিক সরকারি আবাসনে প্রবেশ করে ভাঙচুর চালায় সাধারণ জনতা। এই পরিস্থিতির মধ্যে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সা। 



Watch: Sri Lanka protesters storm presidential palace


এরমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতির ভবন থেকে টাকার বান্ডিল খুঁজে বের করেছে বিক্ষোভকারীরা। যেখানে ১৮ মিলিয়নেরও বেশি টাকা রয়েছে। দেখুন ভিডিও-