বিক্ষোভকারীদের ওপর নৃশংস মার, আরও এক ভিডিও ভাইরাল

author-image
Harmeet
New Update
বিক্ষোভকারীদের ওপর নৃশংস মার, আরও এক ভিডিও ভাইরাল

 নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় ক্রমে বাড়ছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে শনিবার ফের শ্রীলঙ্কার রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রীলঙ্কার জনসাধারণ। বিক্ষোভ চলছে রবিবারও।



Sri Lankan president declares state of emergency to suppress mass protests  over austerity - World Socialist Web Site



 শনিবারই বিক্ষোভ চলাকালীন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন সহ একাধিক সরকারি আবাসনে প্রবেশ করে ভাঙচুর চালায় সাধারণ জনতা। এরমধ্যেই এবার নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও। 



Sri Lankan President, Facing Protests, Girds Himself for the Long Haul


যেখানে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভকারীদের নৃশংস ভাবে মারধর করছে পুলিশ অফিসারা। দেখুন তার মধ্যে একটি ভিডিও-