রেলে করে হাজার হাজার বিক্ষোভকারীরা কলম্বোতে যাচ্ছে, দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
রেলে করে হাজার হাজার বিক্ষোভকারীরা কলম্বোতে যাচ্ছে, দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় ক্রমে বাড়ছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে শনিবার ফের শ্রীলঙ্কার রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রীলঙ্কার জনসাধারণ।



Sri Lanka: Protesters storm President Gotabaya Rajapaksa's residence - BBC  News


 বিক্ষোভ চলছে রবিবারও। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন সহ একাধিক সরকারি আবাসনে প্রবেশ করে ভাঙচুর চালায় সাধারণ জনতা। এই পরিস্থিতিতে এর মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সা। 



StrikeSL; A call for rail privatization? — Advocata Institute | Sri Lanka |  Independent Policy Think Tank


এবার ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভের উদ্দেশ্যে হাজার হাজার বিক্ষোভকারীর দল রেলে করে কলোম্বোতে যাচ্ছেন। দেখুন ভিডিও-