New Update
/anm-bengali/media/post_banners/MFUpxkNz4WGn8vDJ8eOz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে নজিরবিহীন কতাক্ক করলেন তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দার। সাতসকালে তিনি একটি টুইট করেন। তিনি লেখেন, 'দিলীপ ঘোষ একটা হিঁজড়া। বাংলার মা-বোনেরা আমাদের সম্মান। এর মর্ম দিলীপ ঘোষ বুঝবে না। বাংলার দিদি-বাংলার মেয়ে আমাদের গর্ব আমাদের আত্মসম্মান।'
দিলীপ ঘোষ একটা হিঁজড়া।বাংলার মা-বোনেরা আমাদের সম্মান।এর মর্ম @DilipGhoshBJP বুঝবে না।বাংলার দিদি-বাংলার মেয়ে আমাদের গর্ব আমাদের আত্মসম্মান।
— Aparupa Poddar (@AparupaPoddar) July 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us