/anm-bengali/media/post_banners/oo9Ig1vfuMLcrmPvszU0.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : করোনা সংক্রমণ রখতে আরো কঠোর প্রশাসন। কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁ খোলা থাকার জন্য বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার হয়েছিল অনেকে। দুর্গাপুরের জনবহুল এলাকা হিসাবে পরিচিতদুর্গাপুর বেনাচিতি বাজারে শুরু হল কড়া নজরদারি পুলিশের। রাত্রি আটটার পর যাতে দোকান খোলা না থাকে সে জন্য তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। করোনা নিয়ম বিধি মেনে চলার জন্য দুর্গাপুরের এ- জোন ফাঁড়ির পুলিশ শনিবার সন্ধ্যায় মাইকিং শুরু করে এবং কড়া নজরদারি শুরু করে। সকলকে মাস্ক পড়ার কথা জানানো হয়। রাত্রি আটটার পর জরুরি কারণ ছাড়া রাস্তাঘাটে বের হতেও বারণ করা হয়। দোকানপাট বন্ধ করার কথা জানানো হয়। এ -জোন ফাড়ির পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সচেতনতার বার্তা দেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us