১২ বস্তা গাঁজা উদ্ধার করল জেলা পুলিশ

author-image
Harmeet
New Update
১২ বস্তা গাঁজা উদ্ধার  করল জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ  সিমেন্ট গাড়িতে ১২ বস্তা গাজা পাচার হচ্ছিল, সেই গাঁজা গোপন সূত্রে উদ্ধার করল সিআইডির দল। পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকার ৪১ নম্বর জাতীয় সড়কের সোনাপেটিয়া টোল প্লাজার কাছে ধরে ট্রাকটিকে। প্রায় ৪০০ কেজি গাঁজা বলে সিআইডি সূত্রে জানা গেছে। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। ওড়িষার বালেশ্বর থেকে ডানকুনি পর্যন্ত এই লরিতে করে গাঁজা পাচার হচ্ছিল। লরির চালক ধরা পড়লেও আসল পাচারকারীদের সন্ধান চালাচ্ছে সিআইডি।