New Update
/anm-bengali/media/post_banners/SNGSEYG690nZeJFdmZzs.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শুক্রবার তার মেয়ে মালতি মেরির একটি নতুন ছবি শেয়ার করেছেন৷ইনস্টাগ্রাম শেয়ার করা সেই ছবিতে, প্রিয়াঙ্কা এবং তার বন্ধুকে এক প্রাকৃতিক পটভূমিতে দেখা যায় তাদের বাচ্চাদের সঙ্গে।
প্রিয়াঙ্কা তার মেয়ের মুখ সেই ছবিতে প্রকাশ করেনি,সেই ছবির উপরে একটি সাদা হৃদয় ইমোজি যুক্ত করেছেন।দেখুন সেই ছবি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us