নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন। একদিনে কোভিডের বলি দু’জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ।
এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৪৬। একদিনে রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। শতকরা হিসেবে ৯৮.১৫ শতাংশ।