New Update
/anm-bengali/media/post_banners/415lt6NOOSN0RKwSGbh8.jpg)
নিজস্ব প্রতিনিধি-এক শক্তিশালী ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা, নেব্রাস্কা এবং লোয়ার কয়েকটি শহরের আকাশ সবুজ হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস একথা (এনডব্লিউএস) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি একটি ডেরেকো ঝড় নামে পরিচিত।
​
এটি কিছু এলাকায় প্রায় ১৫৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে শক্তিশালী বাতাস বয়ে এনেছে।সবুজ আকাশের একটি ছবি শেয়ার করে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এমন কিছু কখনও দেখিনি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us