নিজস্ব সংবাদদাতাঃ জনপ্রিয় মাঙ্গা সিরিজের লেখক কাজুকি তাকাহাসি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। নাগোর জলে কাজুকি তাকাহাসির দেহ ভাসতে দেখা যায়। কোস্ট গার্ড কর্তা ভাসমান দেহটিকে কাজুকি তাকাহাসি বলে চিহ্নিত করেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ৬ জুলাই ওকিনাওয়াতে।