New Update
/anm-bengali/media/post_banners/lSZo1l0DJ4wUdkqlKKIN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ জুলাই নয়া দিল্লির বিজ্ঞান ভবনে প্রথম 'অরুণ জেটলি মেমোরিয়াল লেকচার' (এজেএমএল) এজেএমএল-এ যোগ দেবেন। তিনি ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান কৌটিলিয়া ইকোনমিক কনক্লেভে (কেইসি) অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। শুধু তাই নয়, পিএমও জানিয়েছে, দেশের প্রতি জেটলির অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ অর্থ মন্ত্রক এই বক্তৃতার আয়োজন করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us