দত্তপুকুরে উদ্ধার প্রচুর বোমা

author-image
Harmeet
New Update
দত্তপুকুরে উদ্ধার প্রচুর বোমা

নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুরের কালিয়ানই দক্ষিণপাড়া গ্রামে প্রচুর বোমা। বাঁশবাগানের ভিতর মাটি খুঁড়ে রাথা হয়েছে ড্রামভর্তি বোমা। বোমার হদিশ পেয়ে পুলিশকে খবর গ্রামবাসীদের। এলাকা ঘিরে রেখে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর পুলিশের।