‘‌আমাদের এক ফোঁটা রক্ত ঝরলে তৃণমূলেরও ঝরবে’‌, হুঁশিয়ারি বিজেপি নেতার

author-image
Harmeet
New Update
‘‌আমাদের এক ফোঁটা রক্ত ঝরলে তৃণমূলেরও ঝরবে’‌, হুঁশিয়ারি বিজেপি নেতার

নিজস্ব সংবাদদাতাঃ  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে বুধবার গাইঘাটার চাঁদপাড়ায় বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচনে যদি একটা বিজেপি কর্মীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে তৃণমূল কংগ্রেসেরও ঝরবে। আগাম রক্ত সঞ্চয় করে রাখছি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে। এবার ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন হবে আলাদা। আমাদের কর্মীর মাথা ফাটলে ওদেরও মাথা ফাটাবো।’‌