গতি নীতি আনতে চায় রাজ্য সরকার

author-image
Harmeet
New Update
গতি নীতি আনতে চায় রাজ্য সরকার

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে এ বার অভিন্ন গতি নীতি কার্যকর করতে চায় রাজ্য সরকার। এই কাজে ইতিমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে নবান্ন। চলতি বছর রাজ্যের গতি নীতি তৈরি করতে খড়গপুর আইআইটিকে একটি রিপোর্ট তৈরির দায়িত্ব দেয় রাজ্য সরকার। সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের দফতরে। সেই রিপোর্টের ভিত্তিতেই নতুন এই অভিন্ন গতি নীতি তৈরি করতে চায় রাজ্য। সূত্রের খবর, গতি নীতি সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গেলেই তা পেশ করা হবে মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই নীতির ওপর সিলমোহর দিলেই তা দ্রুত কার্যকর করার দিকে এগোবে রাজ্য।