দিগবিজয় মাহালীঃআজ JSW এর কালি মন্দির ও ক্রিকেট খেলার জন্য খেলার মাঠের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সপরিবারে বাঙালি পোশাকে সেজে ছিলেন ও বাংলার ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্য কৃষ্টি তুলে ধরেন।তিনি বলেন আগামী দিনে ভারতের নয় বিশ্বের সেরা কারখানায় পরিনত হবে এই JSW।