New Update
/anm-bengali/media/post_banners/ZxqCObOq9dM6XRcd7vdN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মুক্তি পেল অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিও ''দারুন''। সারেগামাপা-এর সঙ্গে মিলিতভাবে মুক্তি পেয়েছে এই গানটি। কবি এবং তার মন কল্পনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই গানটি। এই গানেই প্রথম অনুপম রায়ের সাথে দেখা যাবে নায়িকা সৌরসেনী মৈত্র'কে। গানটির গীতিকার এবং সুরকার উভয়ই অনুপম রায়। মিউজিক ভিডিয়োটির পরিচালক রোহন বসু। মিউজিক ভিডিয়োর দৃশ্যায়নে দেখা গেছে অনুপম রায় এবং সৌরসেনী মৈত্রকে।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us