/anm-bengali/media/post_banners/CPBbBpXR3IYvuSFQyM9k.jpg)
হরি ঘোষ, জামুরিয়াঃ হসপিটালে তালা মেরে চিকিৎসক ও নার্সদের আটকে রাখার অভিযোগ উঠল হাসপাতালের বোর্ড কমিটির বিরুদ্ধে।
চিকিৎসা করাতে আসা রোগী ও আত্মীয়-স্বজনরা ফিরে গেলেন বিনা চিকিৎসায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বন্দী থাকা নার্সিং স্টাফদের দাবি,
'আজ সকালে জামুরিয়া নন্ডী রোডে অবস্থিত এমবি লায়ন্স হাসপাতালে এসে তালা ঝুলিয়ে দেন বোর্ডের মেম্বাররা। সে সময় প্রায় চিকিৎসক সহ ১৫ জন নার্স ও স্টাফ হাসপাতালের ভেতরে ছিলেন।
' কর্মরত নার্সিং স্টাফ মমতা দেবী জানান, 'হঠাৎ করে ই তালা ঝুলিয়ে দেন হসপিটাল কর্তৃপক্ষ। যার ফলে রোগীসহ চিকিৎসা নিতে আসা স্থানীয়রা খুব সমস্যায় পড়েছে।
হসপিটালের সঙ্গে যুক্ত কার্তিক ব্যানার্জি জানান এর আগেও বোর্ডের সদস্যরা হসপিটাল বন্ধ করার চেষ্টা করেছিল। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু হসপিটাল বন্ধের বিরোধিতা করায় তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হতো। কার্ত্তিকবাবু জানান, 'হসপিটাল এ তালা মারার বিষয়ে জিজ্ঞাসা করলে বোর্ডের সদস্যরা জানান যে হসপিটালের লাইসেন্সের নবীকরণ হয়নি।' অপরদিকে এমবি লাইনস হসপিটালের বোর্ডের চেয়ারম্যান পবন মাউন্ডিয়া জানান, 'হসপিটালে লাইসেন্স নবীকরণ হয়নি। সেজন্য হসপিটালে চিকিৎসক এবং নার্সদের কোনও রোগীকে ভর্তি করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু বোর্ডের কথা না শুনে তারা রোগী ভর্তি নিচ্ছিল।' তিনি জানান, রোগীর কিছু দুর্ঘটনা ঘটে গেলে সমস্ত দায় বর্তাবে বোর্ড কমিটির উপর। তাই হসপিটালে চিকিৎসক ও নার্সদের অনুরোধ করা হয়েছিল নতুন করে লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত রোগী ভর্তি না করতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us