New Update
/anm-bengali/media/post_banners/sJAWGwg7I1oDCJxFM5jn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিকে আফগানিস্তানের ৩৫ বছর বয়সী এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম খাজা সৈয়দ চিশতী। সে স্থানীয়ভাবে "সুফি বাবা" নামে জনপ্রিয় ছিল। মুম্বই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মাথায় গুলি লাগার জেরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। আততায়ীরা মৃতেরই একটি এসইউভি গাড়ি করে পালিয়ে যায়। খুনের অভিযোগ উঠেছে তারই চালকের বিরুদ্ধে। প্রধান সন্দেহভাজন। পুলিশের মতে, সৈয়দ চিশতী বেশ কয়েক বছর ধরে নাসিকের ইয়োলা শহরে বসবাস করছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us