জলের তলায় মুম্বই, মোতায়েন NDRF বাহিনী

author-image
Harmeet
New Update
জলের তলায় মুম্বই, মোতায়েন NDRF বাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই সহ একাধিক এলাকা। কার্যত জলের তলায় চলে গিয়েছে মুম্বই শহর। এদিকে একাধিক জায়গায় ধসের খবর মিলেছে। নভি মুম্বাই থেকে কল্যাণ এবং নালাসোপাড়া পর্যন্ত লোকজনকে বৃষ্টির কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।



একাধিক জায়গায় মোতায়েন রয়েছেন এনডিআরএফ বাহিনী ।  অন্যদিকে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির জেরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুখ্য সচিব মনুকুমার শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক করেছেন এবং সংশ্লিষ্ট সব জেলার সচিবদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। ​