নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৩২ জন। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩৪৩ জন। এরপরই সংক্রমিতের তালিকায় রয়েছে কলকাতা। কলকাতায় একদিনে আক্রান্ত যথাক্রমে ৪৪২ জন। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭ জন। বর্তমানে দৈনিক পজিটিভিটি বেড়ে ১৫.১২ শতাংশ। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২২৫ জন।
একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৭৬ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৩ হাজার ২৫৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ।