দেশ সিঁড়ি থেকে পড়ে কাঁধে গুরুতর চোট, হাসপাতালে লালুপ্রসাদ যাদব Harmeet 04 Jul 2022 10:59 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতা : হাসপাতালে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। রবিবার বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে যান অসাবধনতাবশত। গুরুতর চোট পেয়েছেন কাঁধে। ফ্র্যাকচার হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ পাটনার পারস হাসপাতালে ভর্তি করা হয় লালুকে। তার ছেলে তেজস্বী যাদব জানিয়েছেন, বর্ষীয়ান নেতার ডান কাঁধে চোট লেগেছে। আইসিইউতে চিকিৎসকরা তাক পর্যবেক্ষণে রেখেছেন। অবস্থা স্থিতিশীল। patna rjd laluprasadjadav tejaswiyadav parashospital iccu shoulderfracture Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন